খামারের নাম : মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র, রায়পুর, লক্ষ্মীপুর ।
সংক্ষিপ্ত পরিচিতিঃ
০১. স্থাপিত : কাজ শুরু ১৯৭৯ইং সন, কাজ সমাপ্ত ১৯৮২ইং সন
০২. কার্যক্রম / উৎপাদন শুরু : ১৯৮২ খ্রিঃ
০৩. অর্থ সংস্থান : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আই.ডি.এ।
মোট খরচ ৪.৩০ কোটি টাকা।
০৪. কেন্দ্র স্থাপনের লক্ষ্য ও উদ্দেশ্য : চাঁদপুর সেচ ও বন্যা নিয়ন্ত্রন প্রকল্পাধীন ২৪২৮ হেক্টর বদ্ধ
জলাশয় ২০০০ হেক্টর বোরোপিট ও প্রধান খাল-সমূহে রুই
জাতীয় মাছের রেণু ও পোনা সরবরাহ করে মাছের উৎপাদন
বাড়ানো এবং প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে
বৃহত্তর নোয়াখালী জেলা তথা সমগ্র দেশের পোনা চাষী, মাছ
চাষী, বেকার যুবক এন.জি.ও কর্মী এবং মৎস্য বিভাগীয়
বিভিন্ন কর্মকর্তা /কর্মচারীদের হ্যাচারী ব্যবস্থাপনা, রেণু
উৎপাদন, পোনা ও মাছ চাষ সহ মৎস্য ও মৎস্যচাষ
বিষয়ক বিভিন্ন আধুনিক প্রযুক্তি হস্তান্তর ।
০৫. মোট আয়তন : ২১.৮৩ হেক্টর।
০৬. পুকুরের মোট আয়তন : ১৩.৩৬ হেক্টর।
০৭. মোট পুকুরের সংখ্যা : ৬৯ টি।
০৮. ব্যবহার উপযোগী পুকুরের সংখ্যা : ৬৯ টি।
ক) ব্রুড পুকুর : ৩২ টিঃ ৪.৩০ হেক্টর।
খ) নার্সারী ও উৎপাদন পুকুর ২৯ টিঃ ৫.৯০ হেক্টর।
০৯. সার্কুলার প্রজনন ট্যাংক : ২ টি
আয়তনঃ প্রতিটি ৬.১৬ ঘনমিটার
কার্যকরী পানি ধারণ ক্ষমতাঃ ৫৫০০ লিটার।
১০. সার্কুলার পরিষ্ফুটন ও প্রতিপালন ট্যাংক : ১০ টি
ক) বড় আকারের : ২ টি
আয়তনঃ প্রতিটি ৪.০ ঘনমিটার
কার্যকরী পানি ধারণ ক্ষমতাঃ ৩৪০০ লিটার।
খ) ছোট আকারের : ৮ টি
আয়তনঃ প্রতিটি ১.৮ ঘনমিটার
কার্যকরী পানি ধারণ ক্ষমতাঃ ১৪০০ লিটার।
১১. সিষ্টার্ন
ক) রেণু প্রতিপালন : ৮ টি
আয়তনঃ প্রতিটি ২.১৭ ঘনমিটার
কার্যকরী পানি ধারণ ক্ষমতাঃ ১৬০০ লিটার।
খ) অভ্যস্থকরন হোল্ডিং ট্যাংক : ১২ টি
আয়তনঃ প্রতিটি ২.৪ ঘনমিটার
কার্যকরী পানি ধারণ ক্ষমতাঃ ১৯০০ লিটার।
১২. হ্যাচারী ভবন ও ল্যাবরেটরী : ১ টি
আয়তনঃ ৬৭১.৭৪ বর্গমিটার।
১৩. প্রশিক্ষণ কেন্দ্র ও ডরমেটরী : ১ টি
আয়তনঃ ৬৫৩.৪৪ বর্গমিটার
প্রশিক্ষণার্থী ধারণক্ষমতাঃ প্রতি ব্যাচে ৩০ জন
১৪. অফিস ভবন ও মিলনায়তন : ১ টি
আয়তনঃ ৫৪৪.৩৩ বর্গমিটার
১৫. গোডাউন ও ওয়ার্কসপ : ১ টি
আয়তনঃ ৬৩১.০ বর্গমিটার
১৬. রেষ্ট হাউজ : ১ টি
আয়তনঃ ৪২৯.৭৪ বর্গমিটার
কক্ষ ৪ টি ; বেডঃ ৮টি
১৭. উচ্চ জলাধার : ১ টি
পানি ধারণ ক্ষমতাঃ ৫৫০০০ লিটার
১৮. পানি শোধনাগার : ১ টি
আয়তনঃ ৮২ বর্গমিটার
ক্যাপাসিটিঃ ১৫০ গ্যালন / মিনিট
১৯. যে সকল প্রজাতির মাছের প্রজনন করা হয় : ক)কাতলা খ) রুই গ) মৃগেল
ঘ) কালিবাউস ঙ) গ্রাস কার্প চ) সিলভার কার্প
ছ) বিগহেড কার্প জ) থাই সরপুঁটি ঝ)কমন কার্প
ঞ) মিরর কার্প ট) গিফট (তেলাপিয়া)
ঠ) পাংগাস ড) বাটা / ভাঙ্গন বাটা
২০. উৎপাদন ক্যাপাসিটি : প্রতি বৎসর 1020 কেজি রেণু এবং ২০.০০ লক্ষ পোনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS